হরিশ্চন্দ্রপুর

দুর্ঘটনার কবলে পরে মৃত টোটো যাত্রী

 

দুর্ঘটনা থেকে বাঁচতে ব্রেক কষে ঘটলো বিপত্তি। টোটো উল্টে মৃত্যু হল বছর আশি-র এক টোটো যাত্রীর। ঘটনায় জখম হয়েছে আরও তিনজন যাত্রী। সোমবার সকাল সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ভালুকা গামী রাজ্য সড়কে।

    পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম সোহরাব আলী। বাড়ি চাঁচলের বালুয়াঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত সকালে যাত্রী বোঝাই টোটোটি ভালুকা বাস স্ট্যান্ড থেকে মনিপুরের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসছিল একটি ট্রাক্টর। রাস্তায় বাঁক নিয়ে ট্রাক্টরটির পেট্রোল পাম্পে ঢুকছিল। বেপরোয়া গতিতে ছুটে আসা টোটোটি দুর্ঘটনা থেকে বাঁচতে ব্রেক কষলে ট্রাক্টরটিতে সামান্য ধাক্কা লেগে রাস্তায় উল্টে যায় টোটোটি। স্থানীয়রা ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে ভালুকা বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে বছর আশির সোহরাবকে মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি তিনজনের প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।